ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

ডিস্টিক্টকরেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯২০ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
শেরপুরে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

শেরপুর: শেরপুরে ২৫ মার্চ গণহত্যা দিবস উপলক্ষে ‘গণহত্যা ও মুক্তিযুদ্ধ’ বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের কনফারেন্স রুমে অনুষ্ঠিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন শেরপুরের জেলা প্রশাসক (ডিসি) সাহেলা আক্তার।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুক্তাদিরুল আহমেদের সঞ্চালনায় এ সময় বক্তব্য দেন- পুলিশ সুপার (এসপি) মো. কামরুজ্জামান বিপিএম, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়েদ এজেড মোরশেদ আলী, সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা(ইউএনও) মেহনাজ ফেরদৌস, সিভিল সার্জন ডা. অনুপম ভট্টাচার্য্য, পৌর মেয়র গোলাম কিবরিয়া লিটন, শেরপুর সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. আব্দুর রশিদ, আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও পিপি চন্দন কুমার পাল, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম হিরু প্রমুখ।

অনুষ্ঠানে গণহত্যা বিষয়ক কবিতা আবৃত্তি করেন অঞ্জলী আবৃত্তি নিকেতনের শিক্ষক-শিক্ষার্থীরা।  

এ সময় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আওয়ামী লীগের নেতাকর্মী শিক্ষক-শিক্ষার্থী ও সমাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।