ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নানা আয়োজনে বরিশালে গণহত্যা দিবস পালিত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৪ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
নানা আয়োজনে বরিশালে গণহত্যা দিবস পালিত

বরিশাল: গণহত্যা দিবস উপলক্ষে বরিশালে গণকবরে শ্রদ্ধা নিবেদনসহ আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ মার্চ) সকালে জেলা সদরসহ উপজেলা পর্যায়ে পৃথকভাবে এসব কর্মসূচির আয়োজন করে জেলা ও উপজেলা প্রশাসন।

সকাল ১০টায় জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে অলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বরিশালের জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভাগীয় কমিশনার মো. আমিন উল আহসান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বরিশাল রেঞ্জের ডিআইজি এস এম আক্তারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার আবু আহাম্মদ আল মামুন, বরিশাল জেলার পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম, বরিশাল জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার মো. ইউনুস, বীর মুক্তিযোদ্ধা কে এস এম মহিউদ্দিন মানিক বীর প্রতীক।

উপস্থিত ছিলেন- বরিশাল জেলার সিভিল সার্জন ডা. মারিয়া হাসান, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরুল আলম, প্রফেসর শাহ সাজেদাসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের ঊধ্বর্তন কর্মকর্তা-কর্মচারীরা।

আলোচনা সভায় অতিথিরা ২৫ মার্চ কালোরাত্রির গণহত্যা কথা তুলে ধরেন এবং পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরতার কথা তুলে ধরে আলোচনা করেন। পরিশেষে গণহত্যার ওপর প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়।

এদিকে জেলার পাশাপাশি বিভিন্ন উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও প্রামাণ্যচিত্র পদর্শন করা হয়।

গণহত্যা দিবসের প্রথম প্রহরে বরিশালের সর্ববৃহৎ গণকবর গৌরনদী উপজেলার বাটাজোর ইউনিয়নের হরহর গ্রামের মরার ভিটার অরক্ষিত বধ্যভূমিতে শ্রদ্ধা নিবেদন করা হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাদের বুলেটে নিহত ১৩৫ শহীদদের স্মৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, বীর মুক্তিযোদ্ধা, পুলিশ সদস্য, স্থানীয় ইউনিয়ন পরিষদ, শহীদ পরিবারের সদস্য ও সর্বস্তরের জনতা।

বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মার্চ ২৫, ২০২৩
এমএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।