ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

৫০০ শ্রমজীবী মানুষকে ইফতার করালো বিদ্যানন্দ

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
৫০০ শ্রমজীবী মানুষকে ইফতার করালো বিদ্যানন্দ

ঢাকা: রিকশাচালক, নিম্নআয়ের শ্রমজীবী মানুষ ও পথশিশুদের জন্য বিনামূল্যে ইফতারের আয়োজন করেছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  

শুক্রবার (২৪ মার্চ) রাজধানীর কারওয়ান বাজারে এইচআরসি ভবনের পাশে ৫০০ জনকে ইফতার করায় সংগঠনটি।

শুক্রবার ইফতারে অংশ নেওয়াদের মধ্যে রিকশাওয়ালা ছাড়াও ছিলেন সবজি বিক্রেতা ও ভিক্ষুকরা। এছাড়া অংশ নেওয়াদের কেউ বাসাবাড়িতে কাজ করেন। কেউ আবার কোনো অফিসের নিরাপত্তাকর্মী।  

রোজার মাসের প্রতিদিন এ আয়োজন অব্যাহত রাখবে বলে জানিয়েছে বিদ্যানন্দ ফাউন্ডেশন।  আয়োজকরা জানান, বাঙালি জাতির এই ভ্রাতৃত্ব কোনোভাবেই ক্ষুণ্ন হবে না।  

বিদ্যানন্দ ফাউন্ডেশনের বোর্ড মেম্বার জামাল উদ্দিন বলেন, আমাদের ফাউন্ডেশন ৫০০ জনকে কাওরানবাজারে প্রতি রোজায় বিনামূল্যে ইফতার করাবে।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মার্চ ২৪, ২০২৩
এনবি/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।