ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

দর্শনায় ভুষির বস্তায় মিলল আড়াই কোটি টাকার সোনা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৭ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
দর্শনায় ভুষির বস্তায় মিলল আড়াই কোটি টাকার সোনা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার দর্শনা থানার সুলতানপুর সীমান্তে গমের ভুষির বস্তায় ১০টি স্বর্ণের বার পাওয়া গেছে। তিন কেজি ১৬৩ গ্রাম ওজনের এ সোনার দাম প্রায় আড়াই কোটি টাকা।

চুয়াডাঙ্গা বিজিবি-৬ বৃহস্পতিবার (২৩ মার্চ) বিকেল ৩টার দিকে সুলতানপুর বিওপির ঝাঝাডাঙ্গা গ্রাম থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করে।

চুয়াডাঙ্গা-৬ বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাঈদ মোহাম্মাদ জাহিদুর রহমান জানান, সীমান্ত দিয়ে ভারতে স্বর্ণের বড় একটি চালান পাচার হচ্ছে- এমন খবর পেয়ে সীমান্ত পিলার ৭৮/৬-আর থেকে প্রায় ৩০০ গজ বাংলাদেশের ভেতরে ঝাঝাডাঙ্গা গ্রামের চার রাস্তার মোড়ে অবস্থান নেয় বিজিবি। বিকেল ৩টার দিকে সন্দেহ হওয়ায় নাস্তিপুর সীমান্ত এলাকার দিকে যেতে থাকা ব্যাটারি চালিত একটি ভ্যান থামানো হয়। এসময় ভ্যানের যাত্রীদের মধ্যে একজন দৌড়ে পালিয়ে যান। পরে ভ্যানে পড়ে থাকা তার ভুষির বস্তায় ছোট-বড় ১০টি সোনার বার পাওয়া যায়। ভ্যানের চালক ও অন্য যাত্রীরা ওই লোককে চেনেন না বলে জানান। উদ্ধার করা সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি ৫৫ লাখ টাকা।

তিনি আরও জানান, এ ব্যাপারে নায়েক দিদার বাদশা বাদী হয়ে দর্শনা থানায় মামলা দায়ের করে উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দিচ্ছেন।

বাংলাদেশ সময়: ১৯৩২ ঘণ্টা, মার্চ ২৩, ২০২৩
এসআই
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।