ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুস্থ হয়ে বাসায় ফিরলেন নগর পিতা আরিফুল

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
সুস্থ হয়ে বাসায় ফিরলেন নগর পিতা আরিফুল সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী (ফাইল ছবি)।

সিলেট: সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী।

বুধবার (২২ মার্চ) দুপুরে তিনি সিলেট ওসমানী আর্ন্তজাতিক বিমানবন্দরে পৌঁছালে সিসিকের কাউন্সিলর, কর্মকর্তারা তাকে স্বাগত জানান।

এসময় মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থতার জন্য মহান আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেন এবং নগরবাসী তথা দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।  

জানা যায়, রাজধানীর একটি হাসপাতালে সাত দিন ধরে চিকিৎসকদের নিবিড় তত্ত্বাবধানে চিকিৎসা নিয়ে তিনি এখন অনেকটাই সুস্থ হয়ে উঠেছেন। তবে, তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা।

বিষয়টি নিশ্চিত করে সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. জাহিদুল ইমলাম বলেন, মেয়র আরিফুল হক চৌধুরী সুস্থ হয়ে বাসায় ফিরেছেন। তবে, চিকিৎসকরা তাকে আরও কয়েকদিন বিশ্রামে থাকার পরার্মশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ১৫ মার্চ ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন মেয়র আরিফুল হক চৌধুরী। শারীরিক পরীক্ষা-নিরীক্ষায় তার হার্টে ৩টি ব্লক ধরা পড়ে। এর প্রেক্ষিতে হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক মমিনুজ্জামানের তত্ত্বাবধানে ১৬ মার্চ তার হার্টে তিনটি রিং পরানো হয়।

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ২২, ২০২৩
এনইউ/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।