ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

বাস খাদে পড়ে নিহত ১৬: বেশিরভাগ যাত্রী গোপালগঞ্জের

সিনিয়র করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০২৪ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
বাস খাদে পড়ে নিহত ১৬: বেশিরভাগ যাত্রী গোপালগঞ্জের

খুলনা: শিবচরের কুতুবপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়া ইমাদ পরিবহনের বাসের বেশিরভাগ যাত্রী গোপালগঞ্জের।  

খুলনা থেকে রোববার (১৯ মার্চ) ভোরে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় বাসটি।

খুলনার রয়্যালের মোড়ের কাউন্টার থেকে ১০-১২ জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে ৪০ সিটের এই বাস। বাকি যাত্রী গোপালগঞ্জ থেকে উঠেন।

খুলনার রয়্যালের মোড়ের ইমাদ পরিবহনের কাউন্টার মাস্টার শরীফ সকাল ৯টা ৪৫ মিনিটে বাংলানিউজকে এ তথ্য দেন।

তিনি বলেন, গাড়ি নং ইমাদ পরিবহন- ৩৩৪৮। তালিকা থেকে দেখলাম ৪০ জনের মধ্যে ০-১২ জন খুলনার যাত্রী। বেশিরভাগ গোপালগঞ্জের লোক। খুলনা থেকে পরিচিত যাত্রী একসঙ্গে ৫ জন উঠেছিলেন। তাদের সঙ্গে আমি যোগাযোগ করেছি। তারা সবাই সুস্থ আছেন। তারা জানিয়েছেন, গাড়ি ব্রেক ফেল করে সড়ক বিভাজক ভেঙে ডিগবাজি খেয়েছে গাড়িটি। এরপর নিচে পড়ে যায়।

কতজন মারা গেছে এ সম্পর্কে কাউন্টার মাস্টার সঠিক তথ্য দিতে পারেননি।

রোববার সকাল ৮ টার দিকে শিবচরের এক্সপ্রেসওয়ের কুতুবপুর এলাকার ঢাকাগামী লেনে ইমাদ পরিবহনের বাস নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে উল্টে নিচে পড়ে যায়। ঘটনাস্থলেই ১৪ জনের প্রাণহানি ঘটে। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও ২ জন। হতাহতের সংখ্যা ৩০ ছাড়িয়ে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ, শিবচর থানা পুলিশ এবং ফায়ার সার্ভিসের টিম উদ্ধার তৎপরতা শুরু করেন।

এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহতদের পরিচয় মেলেনি।

আরও পড়ুন >> পদ্মা সেতুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ১৬

                        ‘শুধু সন্তানকে বুকে জড়িয়ে ধরে আল্লাহকে ডাকছিলাম’

বাংলাদেশ সময়: ১০২০ ঘণ্টা, মার্চ ১৯, ২০২৩
এমআরএম/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।