ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

নড়াইলে দু’দিনব্যাপী আন্তর্জাতিক আর্ট ক্যাম্প উদ্বোধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
নড়াইলে দু’দিনব্যাপী আন্তর্জাতিক আর্ট ক্যাম্প উদ্বোধন

নড়াইল: চিত্রশিল্পী এস এম সুলতানের ৯৮তম জন্মবার্ষিকী উপলক্ষে নড়াইলে শুরু হয়েছে দু’দিনব্যাপি আন্তর্জাতিক আর্ট ক্যাম্প।

শনিবার (১৮ মার্চ) সকাল ১০টায় এ ক্যাম্পের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান।

বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের আয়োজনে শহরের শেখ রিজেন্সি গেস্ট হাউসের হলরুমে আর্ট ক্যাম্প উদ্বোধন করা হয়।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের প্রধান উপদেষ্টা নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. রবিউল ইসলাম, সাংস্কৃতিক জোটের সভাপতি মলয় কুমার কুন্ডু, এস এম সুলতান ইন্টারন্যাশনাল ফ্যান আর্টিস্ট গ্রুপের সমন্বয়কারী ও এস এম সুলতান কমপ্লেক্স নড়াইলের কিউরেটর চিত্রশিল্পী তন্দ্রা মুখার্জ্জী প্রমুখ।

ফাইন আর্টস থেকে অধ্যায়ন শেষ করা মোট ৩৫জন চিত্রশিল্পী আর্ট ক্যাম্পে অংশ নিয়েছেন।  

এর মধ্যে নেপাল থেকে ১১জন, ভারত থেকে ১৫জন এবং বাংলাদেশ থেকে ৯জন চিত্রশিল্পী রয়েছেন।

এসব শিল্পী বিভিন্ন, স্কুল ও কলেজ শিক্ষক এবং বিভিন্ন আর্ট গ্যালারির কিউরেটর ও ফ্রিল্যান্স শিল্পী হিসেবে কাজ করছেন।  

বাংলাদেশ সময়: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৮, ২০২৩
এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।