ঢাকা, বুধবার, ১৬ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:১৪, মার্চ ১৭, ২০২৩
রাঙামাটিতে পিকনিকের বাস উল্টে নিহত ২

রাঙামাটি: রাঙামাটিতে পিকনিক বাস উল্টে দুই পর্যটক নিহত হয়েছে।   শুক্রবার (১৭ মার্চ) সন্ধ্যায় সাড়ে ৭টার দিকে জেলা সদরের মানিকছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায় পর্যটক বহনকারী চট্টগ্রামের একটি শ্যামলী পরিবহন বাস রাঙামাটি ছেড়ে যাওয়ার সময় মানিকছড়ি এলাকায় উল্টে গেলে ঘটনাস্থলে দুই পর্যটক মারা যান।

জানা যায়, দুর্ঘটনায় কবলিত হানিফ পরিবহন বাসটি চট্টগ্রামের ভাটিয়ারী থেকে একদল পর্যটক নিয়ে রাঙামাটিতে বেড়াতে আসে। পর্যটকরা সকলে ভাটিয়ারী একটি কারখানার শ্রমিক।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার শাহনেওয়াজ রাজু ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, নিহতদের নাম পরিচয় জানা যায়নি। হতাহতদের উদ্ধারে পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ২০১৩ ঘণ্টা, মার্চ ১৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।