ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

এসপির নামে ফেসবুক আইডি খুলে ৫ লাখ টাকা দাবি

ডিস্ট্রিক্ট করেসপনডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২০ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসপির নামে ফেসবুক আইডি খুলে ৫ লাখ টাকা দাবি এসপির নামে ফেসবুক আইডি খুলে ৫ লাখ টাকা দাবি

জামালপুর: জামালপুরের পুলিশ সুপার নাসির উদ্দিন আহমেদের নাম ও ছবি ব্যবহার করে খোলা হয়েছে একটি ফেসবুক অ্যাকাউন্ট। সেই অ্যাকাউন্ড থেকে এক আমেরিকা প্রবাসীর কাছে ৫ লাখ টাকা দাবি করা হয়েছে।

 

এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জামালপুরের পুলিশ সুপার।

বুধবার (১৫ মার্চ) দুপুরে জামালপুর সদর থানায় জিডিটি করেন এসপি নাসির উদ্দিন আহমেদ।

এ বিষয়ে তিনি বলেন, কে বা কারা আমার নাম ও ছবি ব্যবহার করে রফিকুল বাবলু নামে এক আমেরিক প্রবাসীর কাছে ৫ লাখ টাকা দাবি করে। টাকা না দিলে তার পরিবারের সদস্যদের জেলে ঢুকানোর হুমকি দেওয়া হয়েছে ওই আইডি থেকে।  এ নিয়ে মি. রফিকুল ফেসবুকে একটি পোস্ট দেন। সেই প্রেক্ষিতে এ জিডি করেছি।

এদিকে সাধারন ডায়েরি ছাড়াও এ বিষয়টি সাইবার ক্রাইম বিভাগেও অভিযোগ দেওয়া হয়েছে বলে জানান জেলা পুলিশের এই শীর্ষ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, মার্চ ১৫, ২০২৩
এসএএইচ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।