ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ইন্দুরকানীতে লটারির মাধ্যমে ভুমিহীনদের ঘর বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৭ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
ইন্দুরকানীতে লটারির মাধ্যমে ভুমিহীনদের ঘর বিতরণ

পিরোজপুর: মুজিব শতবর্ষ উপলক্ষে পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় ভূমিহীনদের মধ্যে ৮৬টি ঘর বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) উপজেলার পাড়েরহাট ইউনিয়নের আবাসন এলাকায় এসব ঘর বিতরণ করা হয়।

পাড়েরহাট ইউপি চেয়ারম্যান মো. কামরুজ্জামান শাওনের সভাপতিত্বে লটারিরর মাধ্যমে ঘর বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দুরকানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুৎফুন্নেসা খানম, পিআইও মো. শফিকুল ইসলাম, আওয়ামী লীগ নেতা মো. মিজানুর রহমান খসরু, ইন্দুরকানী প্রেস ক্লাবের সভাপতি এইচ এম ফারুক হোসাইন, সংবাদিক কে এম শামিম রেজা, উপজেলা ভূমি অফিসের সার্টিফিকেকট পেশকার তীর্থ আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মো. আবুল কালাম প্রমুখ।

সেখানে লটারির পরে বিজয়ীদের মধ্যে ঘরের চাবি বুঝিয়ে দেন ইউএনও লুৎফুন্নেসা খানম। তিনি বলেন, স্বচ্ছ প্রক্রিয়ায় যাতে ঘর বিতরণ করা হয় সে জন্য এ লটারির ব্যবস্থা করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, মার্চ ১৪, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।