ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২ 

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৯ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
গাজীপুরে ট্রাক-পিকআপ ভ্যান সংঘর্ষে নিহত ২  ছবি: প্রতীকী

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের সালনা এলাকায় ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন।

শনিবার (১১ মার্চ) দিনগত রাত ২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানার ওঝারপাড়া এলাকার মো. আমির মোল্লার ছেলে জসিম মোল্লা (৩২) ও গাজীপুরের শ্রীপুর উপজেলার ফরিদপুর এলাকার মৃত ইসলাম উদ্দিনের ছেলে আরিফুল ইসলাম (২০)।

পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, রাতে সালনা এলাকায় ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ ভ্যানে থাকা আরিফুলের মৃত্যু হয়। এ সময় জসিমসহ আরও দুই থেকে তিনজন আহত হন। পরে আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে জসিমকে মৃত ঘোষণা করেন। বাকিরা চিকিৎসাধীন।  

গাজীপুর মেট্রোপলিটনের সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, ট্রাক ও পিকআপ ভ্যান সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
 
বাংলাদেশ সময়: ১৪২৮ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩ 
আরএস/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।