ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুনারুঘাটে ইজিবাইক ‘চোর চক্রের’ সদস্য গ্রেফতার   

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৪ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
চুনারুঘাটে ইজিবাইক ‘চোর চক্রের’ সদস্য গ্রেফতার
  

হবিগঞ্জ: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নোমান মিয়া (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
 
রোববার (১২ মার্চ) দুপুরে উপজেলার মিরাশী ইউনিয়ন থেকে ওই যুবককে গ্রেফতার করা হয় বলে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদ মোবারক জানান।


 
নোমান মিরাশী ইউনিয়নের নোয়াবাদ গ্রামের মকসুদ আলীর ছেলে।
 
জানা গেছে, গত ২৮ ফেব্রুয়ারি চুনারুঘাট উপজেলার হাতুন্ডা গ্রাম থেকে ব্যাটারিচালিত একটি ইজিবাইক চুরি হয়। এ ঘটনায় গত শুক্রবার পুলিশ ছয়জনকে গ্রেফতার করে। তাদের কাছ থেকে ইজিবাইকের যন্ত্রাংশ জব্দ করা হয়।
 
এ ঘটনায় মামলা দায়ের করা হলে রোববার দুপুরে স্থানীয় লোকজন নোমানকে আটক করে পুলিশে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে গ্রেফতার দেখিয়েছে।
 
ওসি রাশেদ মোবারক বাংলানিউজকে বলেন, নোমান মিয়া ইজিবাইক চুরির সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তিনি ইজিবাইক চুরির পর যন্ত্রাংশ খুলে বিক্রি করতেন বলেও পুলিশের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।
 
বাংলাদেশ সময়: ১৩৩৩ ঘণ্টা, মার্চ ১২, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।