ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

১০ দফা দাবিতে বরগুনায় বিএনপির মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪৮ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
১০ দফা দাবিতে বরগুনায় বিএনপির মানববন্ধন

বরগুনা: বেগম খালেদা জিয়ারসহ কারাবন্দী নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তি, জনদুর্ভোগ সৃষ্টিকারী গণবিরোধী সরকারের পদত্যাগসহ ১০ দফা দাবিতে বরগুনা জেলা বিএনপির মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ মার্চ) বরগুনা সদর রোডে পৌর সুপার মার্কেটের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

তেল, গ্যাস, চাল, আটা, লবণ, ডাল, বিদ্যুৎ, চিনি, কৃষি উপকরণ-শিক্ষা উপকরণ, নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি।  দমন-পীড়নের বিরুদ্ধে এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি সহ গণতন্ত্র পুনরুদ্ধারে ১০ দফা দাবিতে এ মানববন্ধন করেছে।

মানববন্ধনে বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক মো. মাহবুবুল আলম ফারুক মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক (বরিশাল বিভাগ) আকন কুদ্দুসুর রহমান, কেন্দ্রীয় কমিটির সদস্য নজরুল ইসলাম মোল্লাসহ বিএনপির ও তার অঙ্গ সংগঠনের নেতারা।

বাংলাদেশ সময়: ১৫৪৭ ঘণ্টা, মার্চ ১১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।