ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২২ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
ট্রাকের চাকায় পিষ্ট হয়ে কলেজছাত্রীর মৃত্যু

দিনাজপুর: দিনাজপুরের চিরিরবন্দরে দ্রুতগামী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল প্রিতী রানী (২২) এক কলেজছাত্রীর।

বুধবার (৮ মার্চ) দুপুর ১২টার দিকে দিনাজপুর-রংপুর মহাসড়কের ভুষিরবন্দর এলাকায় আত্রাই নদীর ব্রিজের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত প্রিতী রানী নতুন ভুষিরবন্দর এলাকার জেলেপাড়ার ছত্রমোহন রায়ের মেয়ে। তিনি দিনাজপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী।

এ বিষয়ে দশমাইল হাইওয়ে থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাইফুল ইসলাম জানান, বুধবার (৮ মার্চ) প্রিতী রানী বেলা সাড়ে ১১টায় ভ্যানযোগে তার বাসা থেকে ভুষিবন্দরের উদ্দেশে বের হন। পথিমধ্যে ভ্যানটি আত্রাই নদীর ব্রিজের কাছে পৌঁছালে সামনে থেকে আসা দিনাজপুরগামী একটি মালবাহী ট্রাক ভ্যানটিকে চাপা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই প্রিতী রানীর মৃত্যু হয়।

এএসআই আরও জানান, দুর্ঘটনার পর ঘাতক ট্রাকটি পালিয়ে যায়। এ ব্যাপারে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬০৯ ঘণ্টা, মার্চ ৮, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।