ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ঝিনাইদহ সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১ 

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ৭, ২০২৩
ঝিনাইদহ সীমান্তে ৮ সোনার বারসহ আটক ১ 

ঝিনাইদহ: ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বাংলাদেশ থেকে ভারতে পাচারে সময় ৮ সোনার বারসহ হাবিবুর রহমান (৪৬) নামের একজনকে আটক করেছে ব্যাটালিয়ন (বিজিবি)-৫৮।

মঙ্গলবার (৭ মার্চ) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন, মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল মাসুদ পারভেজ রানা।

 

আটক হাবিবুর রহমান মাগুরা জেলার শালিখা থানার কাদিরপাড়া গ্রামের আফসার উদ্ধীনের ছেলে।

পারভেজ রানা আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে বাস যোগে পুড়াপাড়া বাসস্ট্যান্ড থেকে যাদবপুর বিওপি এলাকা দিয়ে একজন সোনার বার নিয়ে সীমান্ত হয়ে ভারতে পাচার করবে। এমন সংবাদের ভিত্তিতে মহেশপুর-৫৮ বিজিবির একটি টহল দল পুড়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে আটক করে।  

এ সসয় তার কাছে থাকা ৮টি সোনার বার উদ্ধার করা হয়। যার ওজন-৯৩৩.১২ গ্রাম (৮০ ভরি)। বাজার মূল্য ৭২,৪০,০০০/-(বাহাত্তর লক্ষ চল্লিশ হাজার) টাকা।  

আটক আসামির বিরুদ্ধে মহেশপুর থানায় মামলা হয়েছে। বিকেলে আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে বলে জানান এ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৪৪৩ ঘণ্টা, মার্চ ০৭, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।