ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

বেনাপোলে ডলার, রুপিসহ পাসপোর্টধারী যাত্রী আটক

বেনাপোল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫৬ ঘণ্টা, মার্চ ৬, ২০২৩
বেনাপোলে ডলার, রুপিসহ পাসপোর্টধারী যাত্রী আটক

বেনাপোল (যশোর): বেনাপোল চেকপোস্ট থেকে ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার ও ৮ হাজার ৫০০ ভারতীয় রুপিসহ মোহাম্মদ উল্লাহ (৩৮) নামে এক বাংলাদেশি পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছে বিজিবি।

সোমবার (৬ মার্চ) বিকেলে চেকপোস্ট এলাকায় তল্লাশি করে বৈদেশিক মুদ্রাসহ তাকে আটক করা হয়।

 

আটক মোহাম্মদ উল্লাহ মাদারীপুর জেলার রাজৈর থানার শ্রীকৃষ্ণদি গ্রামের মোহাম্মদ বদিউজ্জামানের ছেলে। যার (পাসপোর্ট নাম্বার-এডি-১৭১৯৮৭৮)।

যশোর ৪৯ বিজিবি ব্যাটালিয়নের বেনাপোল আইসিপি ক্যাম্প কমান্ডার সুবেদার মাহবুবুল হক জানান, নিয়মিত তল্লাশি অভিযানে চেকপোষ্টের সামনে ভারত হতে আসা ওই বাংলাদেশি যাত্রীকে সন্দেহ হওয়ায় তার ব্যাগেজ তল্লাশি করে বিশেষ কায়দায় লুকায়িত ১৬ হাজার ৬০০ মার্কিন ডলার ও ৮ হাজার ৫০০ ভারতীয় রুপিসহ তাকে আটক করা হয়। যার সিজার মূল্য ১৮ লাখ ৩৬ হাজার টাকা।

আটক পাসপোর্টযাত্রী বিরুদ্ধে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান বিজিবির এ কর্মকর্তা।  

বাংলাদেশ সময়: ২২৫৫ ঘণ্টা, মার্চ ০৬, ২০২৩
এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।