ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

থেমেছে তিন কলেজের সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৫৩ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
থেমেছে তিন কলেজের সংঘর্ষ, যান চলাচল স্বাভাবিক

ঢাকা: আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ থেমেছে। ঢাকা কলেজের শিক্ষার্থীদের সঙ্গে আইডিয়াল কলেজ ও সিটি কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষ জড়িয়েছিলেন।

সংঘর্ষ চলাকালে কয়েক দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় ল্যাবএইড হাসপাতালের পেছনের সড়ক গ্রিন রোড ও সায়েন্স ল্যাব মোড়ে যান যানচলাচল বন্ধ হয়ে গিয়েছিল।

দুই ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলার পর বিকেল সাড়ে তিনটার দিকে পুলিশ টিয়ারগ্যাস ছুড়লে ছত্রভঙ্গ হয়ে যান শিক্ষার্থীরা। তারা স্ব স্ব কলেজ ক্যাম্পাসে ফিরে গেলে থেমে যায় তিন কলেজের শিক্ষার্থীদের সংঘর্ষ।

রোববার (৫ মার্চ) দুপুর চারটার দিকে সায়েন্স ল্যাব এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছিল।

শিক্ষার্থীরা জানান, গত বৃহস্পতিবার আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা ঢাকা কলেজের বাস ভাঙচুর করেছে। ওই দিন ঢাকা কলেজের শিক্ষার্থীরা আইডিয়াল কলেজের সামনে এসে নামফলক খুলে নিয়ে গেছে। সেই ঘটনার জেরে আইডিয়ালের কয়েকজন শিক্ষার্থীরা ঢাকা কলেজের কয়েকজন শিক্ষার্থীকে মারধর করেছে। এরপর দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। আর পূর্বের ক্ষোভের অংশ হিসেবে সিটি কলেজের শিক্ষার্থীরাও রোববার সংঘর্ষে জড়িয়ে পড়েন।

এর আগে রোববার সকালে সায়েন্স ল্যাব এলাকার একটি ভবনে ভয়াবহ বিস্ফোরণে তিনজন নিহত হয়েছেন। বিস্ফোরণের ঘটনাস্থল এলাকার কাছেই তিন কলেজের শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন।

আরও পড়ুন: সায়েন্স ল্যাবে তিন কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ

বাংলাদেশ সময়: ১৬৫২ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এনবি/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।