ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা জলিল হত্যা মামলার আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট     | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৯ ঘণ্টা, মার্চ ৫, ২০২৩
গোপালগঞ্জে মুক্তিযোদ্ধা জলিল হত্যা মামলার আসামি গ্রেফতার

গোপালগঞ্জ: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার চাঞ্চল্যকর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখ হত্যা মামলার আসামি ইউনুস শেখকে (৬০) গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৬।
 
শনিবার (৪ মার্চ) রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

রোববার (০৫ মার্চ) সকালে গ্রেফতারকৃত আসামি ইউনুস শেখকে কাশিয়ানী থানায় হস্তান্তর করে র‌্যাব।

প্রেসবিজ্ঞপ্তিতে র‌্যাব-৬ জানিয়েছেন, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে গত বছরের ২৬ নভেম্বর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল শেখকে কুপিয়ে আহত করে আসামিরা। পরে স্থানীয় লোকজন তাকে প্রথমে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে ২৭ ডিসেম্বর চিকিৎসাধীন অবস্থায় তিনি সেখানে মারা যান।  

এ ঘটনায় নিহতের ছেলে মো. আলিয়ার রহমান বাদী হয়ে কাশিয়ানী থানায় হত্যা মামলা দায়ের করলে গত ১ ফেব্রুয়ারি হত্যা মামলার প্রধান আসামি একরাম শেখকে গ্রেফতার করে র‍্যাব-৬।

পরে তার দেওয়া তথ্যমতে শনিবার রাতে ঢাকা মহানগরীর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে র‌্যাব-৬ ও র‍্যাব-১০ এর একটি যৌথ দল হত্যা মামলার আসামি ইউনুস শেখকে গ্রেফতার করে।  

বাংলাদেশ সময়:১৫৩৮ ঘণ্টা, মার্চ ০৫, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।