ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করায় ৩ জেলে আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৪৫ ঘণ্টা, মার্চ ৩, ২০২৩
সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকার করায় ৩ জেলে আটক

বাগেরহাট: সুন্দরবনে বিষ দিয়ে মাছ শিকারের অপরাধে তিন জেলেকে আটক করেছে বন বিভাগ।

শুক্রবার (০৩ মার্চ) দুপুরে সুন্দরবন পূর্ব বন বিভাগের শরণখোলা রেঞ্জের ভোলা ফরেস্ট টহল ফাঁড়ি এলাকায় ইসমাইলের ছিলা নামক খাল থেকে তাদের আটক করা হয়।

এ সময় আটকদের কাছ থেকে ভেসাল জাল, এক প্যাকেট বিষ ও নৌকা জব্দ করা হয়।

আটকরা হলেন- শরণখোলা উপজেলার সোনাতলা গ্রামের আসাদুল মল্লিক(২৮), মিরাজুল মল্লিক (৩২) ও নাঈম মুন্সি (৩৫)। এ সময় জাকির মল্লিক নামে একজন পালিয়ে গেছেন।

আটকদের বিরুদ্ধে বন আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।

শরনখোলা স্টেশন কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বিষ দিয়ে মাছ শিকারের বিষয়টি জানতে পেরে তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে সোপর্দের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৮৪২ ঘণ্টা, মার্চ ০৩, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।