ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে যুবকের ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩
গাজীপুরে যুবকের ছুরিকাঘাতে তরুণীর মৃত্যু  প্রতীকী ছবি

গাজীপুর: গাজীপুর সিটি করপোরেশনের চান্দনা চৌরাস্তা এলাকায় এক যুবকের ছুরিকাঘাতে তাছলিমা আক্তার (১৮) নামে এক তরুণীর মৃত্যু হয়েছে।  

রোববার (২৬ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় স্থানীয়রা ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।  

নিহত তাছলিমা আক্তার নীলফামারীর সৈয়দপুর থানার দক্ষিণ নিয়ামতপুর এলাকার তাজুল ইসলামের মেয়ে।  

পুলিশ ও এলাকাবাসী জানায়, গাজীপুর সিটি করপোরেশনের বাসন থানাধীন চান্দনা পশ্চিমপাড়া এলাকায় ভাড়া বাসায় থেকে স্থানীয় টিএম ফ্যাশনস লিমিটেড কারখানায় চাকরি করতেন তাছলিমা। কারখানা ছুটির পর তিনি হেঁটে বাসায় ফিরছিলেন। পথে চান্দনা চৌরাস্তা এলাকায় বনরূপা রোডে পৌঁছালে এক যুবক তার গতিরোধ করে ছুরিকাঘাত করেন। এ সময় তার চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। পরে চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন। এদিকে ওই যুবককে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।  

গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বিষয়টি নিশ্চিত করে জানান, কি কারণে তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি। তবে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।  

বাংলাদেশ সময়: ০৮২১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৭, ২০২৩ 
আরএস/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।