ঢাকা, বৃহস্পতিবার, ১৭ বৈশাখ ১৪৩২, ০১ মে ২০২৫, ০৩ জিলকদ ১৪৪৬

জাতীয়

মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০:৪৩, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
মিয়ানমারের ভূমিকম্পে কাঁপলো কক্সবাজার

কক্সবাজার: কক্সবাজারে ৪ দশমিক ৯ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। শনিবার (২৫ ফেব্রুয়ারি) বিকেল ৪টা ৩৯ মিনিটে এই ভূকম্পন হয় বলে নিশ্চিত করেছেন কক্সবাজার আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ আবদুর রহমান।

তিনি জানিয়েছেন, 'মিয়ামারের অভ্যন্তরে ২০ দশমিক ৯০ অক্ষাংশ এবং ৯২ দশমিক ৩৩ দ্রাঘিমাংশে ভূমিকম্পে উৎপত্তিস্থল, যা রাজধানী ঢাকা থেকে ৩৭৭ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপূর্বে অবস্থিত। ৪ দশমিক ৯ মাত্রার এই কম্পন কক্সবাজারেও অনুভূত হয়'।

তবে ভূমিকম্পের কারণে জেলায় এ পর্যন্ত ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

বাংলাদেশ সময়: ০০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০২৩
এসবি/আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।