ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

দুই বউয়ের যন্ত্রণায় ফাঁস দিলেন কৃষক!

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
দুই বউয়ের যন্ত্রণায় ফাঁস দিলেন কৃষক! মরদেহ: প্রতীকী ছবি

ফরিদপুর: ফরিদপুরের বোয়ালমারীতে দুই বউয়ের যন্ত্রণা সহ্য করতে না পেরে কুদ্দুস বিশ্বাস (৪৮) নামে এক কৃষক ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।  

শুক্রবার (২৪ ফেব্রুয়ারি) সকালে উপজেলার জয়নগর এলাকার একটি মেহেগনি বাগান থেকে ওই কৃষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মৃত কৃষক ওই গ্রামের বাদশা বিশ্বাসের ছেলে। কৃষক কুদ্দুস বিশ্বাস দুটি বিয়ে করেছিলেন। তার দুই পক্ষের তিন ছেলে এক মেয়ে রয়েছে।

স্থানীয়দের দাবি দুই বিয়ের জেরে পারিবারিক কলহ, সে কারণেই কুদ্দুস বিশ্বাস আত্মহত্যা করেছেন। এর আগেও একাধিকবার বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তিনি।

বোয়ালমারীর জয়নগর পুলিশ ফাঁড়ির এসআই সুব্রত বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঊধ্বর্তন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বাংলাদেশ সময়: ১৪৪০ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৪, ২০২৩
জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।