ঢাকা, রবিবার, ১৬ অগ্রহায়ণ ১৪৩১, ০১ ডিসেম্বর ২০২৪, ২৮ জমাদিউল আউয়াল ১৪৪৬

জাতীয়

নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নারিকেল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

পিরোজপুর: পিরোজপুরের নাজিরপুরে নারিকেল গাছ থেকে পড়ে মো. শাহিন হাওলাদার (২৮) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।  

সোমবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে নাজিরপুরের আজালিবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে।

 

শাহিন হাওলাদার উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের শেখমাটিয়া গ্রামের মো. হারুন হাওলাদারের ছেলে। সে পেশায় একজন ডাব ব্যবসায়ী।  

নিহতের  চাচা মোস্তফা হাওলাদার জানান, ভাইয়ের ছেলে শাহিন হাওলাদার তার সহযোগী মেরাজুল ইসলাম ওই দিন একই এলাকার সুখরঞ্জন হালদারের বাড়ি থেকে ডাব কিনেন। গাছ থেকে ডাব পাড়তে শাহিন গাছে উঠলে তিনি গাছ থেকে পড়ে যান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শিমুল কৌশিক সাহা জানান, তাকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো।  

নাজিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, নিহত যুববকের ময়নাতদন্তের পর তাকে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

বাংলাদেশ সময়: ১৭০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।