ঢাকা, বুধবার, ২৪ পৌষ ১৪৩১, ০৮ জানুয়ারি ২০২৫, ০৭ রজব ১৪৪৬

জাতীয়

নগরকান্দায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
নগরকান্দায় কাভার্ডভ্যানের চাপায় ভ্যানযাত্রী নিহত

ফরিদপুর: ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের নগরকান্দা উপজেলায় কাভার্ডভ্যানের চাপায় বিল্লাল মাতুব্বর (৬০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে আরও দুইজন।

সোমবার (২০ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শংকরপাশা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।  

নিহত ব্যক্তি উপজেলার ডাঙ্গী ইউনিয়নের শ্রাংগাল গ্রামের মৃত জলিল মাতুব্বরের ছেলে বিল্লাল মাতুব্বর (৬০)। এছাড়া আহতরা হলেন- একই গ্রামের তাইজুদ্দিন শেখের ছেলে পান্নু শেখ (৬০) ও আছিরুদ্দিন শেখের ছেলে গনি শেখ (৬৫)।

আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান স্থানীয়রা।

জানা যায়, সোমবার সকাল ৮টার দিকে বরিশাল থেকে ঢাকাগামী একটি কাভার্ডভ্যান পেছস থেকে একটি ব্যাটারিচালিত অটোভ্যানকে ধাক্কা দিলে ভ্যানে থাকা এক আরোহী ঘটনাস্থলেই নিহত হয় ও দুইজন গুরুতর আহত হয়।

ঘটনার পর নগরকান্দা ফায়ার সার্ভিস এসে মরদেহ উদ্ধার করে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৈমুর ইসলাম জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে  পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কাভার্ডভ্যান চালক ও সহকারীসহ কাভার্ড ভ্যানটি আটক করে। এ ব্যাপারে আটককৃতদের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১৬০৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।