ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত

  ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
মাগুরায় সড়ক দুর্ঘটনায় কারারক্ষী নিহত ফাইল ফটো

মাগুরা: মাগুরা-ঝিনাইদহ মহাসড়কের হাটগোপালপুর এলাকায় দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ মোল্লা (২৪) নামে এক কারারক্ষী নিহত হয়েছেন।

রোববার (১৯ ফেব্রুয়ারি) রাতে হাটগোপালপুর বাজার এলাকার তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

জিহাদ নড়াইল জেলার লোহাগড়ার সিরাজ মোল্লার ছেলে এবং কুষ্টিয়া কারাগারে কর্মরত বলে জানা গেছে।

নিহতের বন্ধু ও মাগুরা কারাগারের কারারক্ষী অনির্বান পাণ্ডে জানান, নড়াইলে বাড়িতে তিনদিনের ছুটি কাটিয়ে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফিরছিলেন জিহাদ।

রোববার জিহাদ আমার কারাগারে আসে ভোর ৫টায়। এরপর অন্য ব্যাচমেট ও বন্ধুদের সঙ্গে সময় কাটিয়ে চলে যায়।
 
এরপর সন্ধ্যায় একটা ফোন পায় সে হাটগোপালপুর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় আহত হয়েছে। পরে সদর হাসপাতালে এসে দেখি জিহাদ আর নেই। তার পরিবারকে খবর দেওয়া হয়েছে।  

মাগুরা সদর হাসপাতালের রিজার্ভ পুলিশ হিরনময় জানান, মরদেহ অস্থায়ী মর্গে রাখা হয়েছে। ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ০৯৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ২০, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।