ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

গাজীপুরে ৩ ইউপি নির্বাচন: বিভিন্ন পদে ১৬২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩
গাজীপুরে ৩ ইউপি নির্বাচন: বিভিন্ন পদে ১৬২ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল 

গাজীপুর: গাজীপুর সদর উপজেলার ৩টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যানসহ তিন পদে ১৬২জন প্রাথী মনোনয়নপত্র দাখিল করেছেন।  

রোববার (১৯ ফেব্রুয়ারি) ছিল মনোনয়নপত্র জমা দেয়ার শেষ দিন।

 

সোমবার (২০ ফেব্রুয়ারি) যাচাই-বাছাই শেষে চুড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। প্রার্থীরা আগামী ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত তাদের প্রার্থীতা (মনোনয়নপত্র) প্রত্যাহার করতে পারবেন।  

নির্বাচনে রিটানিং অফিসার ও উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মমিন মিয়া জানান, গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড়, পিরুজালী ও মির্জাপুর ইউনিয়ন পরিষদের তফসিল ঘোষণা করা হয়েছে গত ২৩ জানুয়ারি। আগামী ১৬ মার্চ ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।  

ভাওয়ালগড় ইউনিয়নে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। তারা হলেন- মহিবুল্লাহ রাজা, মো. ইসলাম উদ্দিন, মো. কফিল উদ্দিন, মো. আমিন হোসেন, মো. গোলাপ মিয়া, আবুবক্কর সিদ্দিক ও হাজী মো. সালাউদ্দিন সরকার। এ ইউনিয়নে সংরক্ষিত আসনে প্রার্থী পদে ১২জন এবং সাধারণ সদস্য পদে ৪৩জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন।  

অপরদিকে পিরুজালী ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৪জন, সংরক্ষিত সদস্য পদে ৯ জন এবং সাধারণ সদস্য পদে ২৮ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীরা হলেন- জহিরুল ইসলাম সরকার, নাসিম সরকার, জালাল উদ্দিন ও মাসুদুল কবির।  

এছাড়া মির্জাপুর ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে ৬ জন, সংরক্ষিত আসনে ১৪ জন এবং সাধারণ সদস্য পদে ৩৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থীরা হলেন- এনামুল হক, রাকিবুল ইসলাম, রফিকুল ইসলাম, এমদাদুল হক মুসুল্লী, মো. লতিফ ও মোশারফ হোসেন দুলাল।  

বাংলাদেশ সময়: ২১২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৯, ২০২৩ 
আরএস/এসএ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।