ঢাকা, মঙ্গলবার, ২ পৌষ ১৪৩১, ১৭ ডিসেম্বর ২০২৪, ১৪ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

ফেনীতে ছিনতাইকালে রোহিঙ্গা আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
ফেনীতে ছিনতাইকালে রোহিঙ্গা আটক

ফেনী: ফেনীতে মোবাইল ফোন ছিনতাই করতে গিয়ে হাতেনাতে ধরে পড়েছেন আব্দুর রহিম (৩০) নামের এক রোহিঙ্গা।  তাকে আটক করে পুলিশে দেন স্থানীয়রা।

 

ফেনীর ছাগলনাইয়ায় শনিবার (১৮ জানুয়ারি) সকালে পৌরসভার জিরো পয়েন্টে এ ঘটনা ঘটে।  

আটক আব্দুর রহিম মিয়ানমারের আশুরর্দা গ্রামের নুর মোহাম্মদের ছেলে। তিনি কক্সবাজারের উখিয়া কুতুবপালং ক্যাম্প থেকে পালিয়ে ছাগলনাইয়ায় আসেন।

ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) সুদ্বীপ রায় এসব তথ্য নিশ্চিত করেছেন।  

তিনি জানান, ছিনতাইকালে রহিম নামের রোহিঙ্গাকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে স্থানীয়রা। তাকে উখিয়া ক্যাম্পে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৭২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৮, ২০২৩
এসএইচডি/এসএএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।