ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

উখিয়ায় একলাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
উখিয়ায় একলাখ ইয়াবাসহ রোহিঙ্গা যুবক আটক ইয়াবাসহ আটক রোহিঙ্গা যুবক

কক্সবাজার: কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতলী জলিলের গোদা এলাকা থেকে একলাখ ইয়াবাসহ এক রোহিঙ্গা মাদক কারবারিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে একই দিন সকালে এ অভিযান চালানো হয় বলে জানায় বিজিবি।

কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি দল জানতে পারে কয়েকজন মাদক কারবারি মিয়ানমার থেকে বিপুল পরিমাণ ইয়াবা নিয়ে বাংলাদেশে ঢুকবে। এমন খবরে অধিনায়কের নেতৃত্বে উখিয়ার রাজাপালং ইউনিয়নের তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় একলাখ ইয়াবাসহ কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বশির আহম্মদের ছেলে শরিফ হোসেনকে (২১) আটক করা হয়।

আটক রোহিঙ্গা যুবককে ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৮১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬,২০২৩
এসবি/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।