ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় ১০০ মণ জাটকা জব্দ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
হাতিয়ায় ১০০ মণ জাটকা জব্দ জব্দ ১০০ মণ জাটকা

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ায় অভিযান চালিয়ে ১০০ মণ জাটকা মাছ জব্দ করেছে কোস্টগার্ড।  

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কে এম শাফিউল কিঞ্জল বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

 

এর আগে, বুধবার (১৫ ফেব্রুয়ারি) দিনগত রাতে উপজেলার মেঘনা নদীর ঢালচর সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে এসব জাটকা মাছ জব্দ করা হয়।

কে এম শাফিউল কিঞ্জল জানান, গোপন তথ্য পেয়ে বুধবার রাতে উপজেলার মেঘনা নদীর ঢালচর সংলগ্ন এলাকায় হাতিয়া স্টেশান কমান্ডার এম রফিকুল সিপিও -এর নেতৃত্বে অভিযান চালায় বিসিজি স্টেশান কোস্টগার্ড হাতিয়া। এ সময় ইঞ্জিনচালিত একটি ফিশিং কেরিং বোটে তল্লাশি চালিয়ে ১০০ মণ জাটকা জব্দ করা হয়। পরে জব্দকৃত বোট ও মাঝিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়। এরপর বৃহস্পতিবার সকাল ১১টার দিকে জব্দকৃত জাটকাগুলো দ্বীপ উপজেলা মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে স্থানীয় এতিমখানা ও গরীব অসহায় মানুষের মধ্যে বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ১৪২৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।