ঢাকা, রবিবার, ৫ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

ভাড়া বাসায় থেকে ইয়াবা বিক্রি করত তারা

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
ভাড়া বাসায় থেকে ইয়াবা বিক্রি করত তারা গ্রেফতার মাদক বিক্রেতারা

গাজীপুর: গাজীপুরের টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকা থেকে ১৫০টি ইয়াবাসহ দুই মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৬ ফেব্রুয়ারি) তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতাররা হলেন- টাঙ্গাইলের গোপালপুর থানার চক কাশি এলাকার আব্দুল মালেকের ছেলে মো. সবুজ মিয়া (২১) ও ময়মনসিংহের ত্রিশাল থানার বাওয়ালিয়া পাড়া এলাকার মৃত জবান আলীর ছেলে মো. সুলতান মিয়া (৩২)।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সহকারী কমিশনার (এসি-মিডিয়া) আসাদুজ্জামান বলেন, টঙ্গীর পূর্ব আরিচপুর এলাকায় বাসা ভাড়া থাকেন সবুজ ও সুলতান। সেখানে থেকে তারা মাদক বিক্রি করতো। বুধবার (১৫ ফেব্রুয়ারি) রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

তিনি বলেন, তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩৪২, ফেব্রুয়ারি ১৬, ২০২৩
আরএস/জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।