ঢাকা, সোমবার, ৬ মাঘ ১৪৩১, ২০ জানুয়ারি ২০২৫, ১৯ রজব ১৪৪৬

জাতীয়

লালপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
লালপুরে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু প্রতীকী ছবি

নাটোর: নাটোরের লালপুরে আন্তনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় মো. রানা (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বুধবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

রানা উপজেলার সাতপুকুরিয়া গ্রামের রায়হান হোসেনের ছেলে।

আজিমনগর রেলওয়ে স্টেশনের পোর্টার আবু রায়হান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে বলেন, রানা আজিমনগর রেলওয়ে স্টেশন এলাকায় রেললাইন পার হচ্ছিলেন। এ সময় আন্তনগর টুঙ্গিপাড়া এক্সেপ্রস ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে স্বজনরা মরদেহটি নিয়ে গেছে। বিষয়টি জিআরপি থানা পুলিশসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
জেডএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।