ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে সড়কের পাশে ডোবায় ভাসছিল এক ব্যক্তির মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
দুর্গাপুরে সড়কের পাশে ডোবায় ভাসছিল এক ব্যক্তির মরদেহ প্রতীকী ছবি

নেত্রকোনা: নেত্রকোনার দুর্গাপুরের ডাকুমারা মাদরাসা সংলগ্ন এলাকায় অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির (৪৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  

বুধবার  (১৫ ফেব্রুয়ারি) সকালে শিবগঞ্জ-বিজয়পুর সড়কের পাশে ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে ডাকুমারা এলাকায় ওই সড়কের পাশে ডোবায় এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।  

দুর্গাপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আব্বাস আলী জানান, মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৭১২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৫, ২০২৩
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।