ঢাকা, বুধবার, ২৬ অগ্রহায়ণ ১৪৩১, ১১ ডিসেম্বর ২০২৪, ০৮ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

গরম পানিতে ঝলসে যাওয়া সেই মেম্বার মারা গেছেন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
গরম পানিতে ঝলসে যাওয়া সেই মেম্বার মারা গেছেন আব্দুস সোবহান

মেহেরপুর: গরম পানিতে ঝলসে যাওয়া গাংনীর মটমুড়া ইউনিয়ন পরিষদের সেই সদস্য (মেম্বর) আব্দুস সোবহান (৪০) মারা গেছেন।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) মাগরিবের নামাজের পরে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মটমুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন।

আব্দুস সোবহান মটমুড়া ইউনিয়ন পরিষদের ২ নম্বর ওয়ার্ডের সাধারণ সদস্য ও মহাম্মদপুর গ্রামের মৃত তফিল উদ্দীনের ছেলে।

গত শনিবার (১১ ফেব্রুয়ারি) সকাল ৯টার দিকে নিজ বাড়িতে হলুদ সিদ্ধ করার জন্য কড়াইতে পানি গরম করার সময় অসাবধানতাবসত গরম পানির মধ্যে পড়ে যান তিনি। তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে সেখান থেকে ঢাকা শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক ইনস্টিটিউটে ভর্তি করা হয়।  

নিহত আব্দুস সোবহানের স্ত্রী পলিয়ারা খাতুন বলেন, অভিভাবক হারিয়ে আমার তিন সন্তান এখন এতিম হয়ে গেল। ঢাকা থেকে স্বজনরা মরদেহ নিয়ে বাড়ির উদ্দেশে রওনা হয়েছেন বলে জানান তিনি।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক পারিবারিক সূত্রের বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৪, ২০২৩
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।