ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক জেলহাজতে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
১০ বছরের শিশুকে ধর্ষণ, যুবক জেলহাজতে

রংপুর: রংপুরের পীরগঞ্জে ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে (১০) ধর্ষণের অভিযোগে সেলিম মিয়া (২৭) নামে এক যুবককে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ।

সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেন পীরগঞ্জ থানার ওসি জাকির হোসেন।

এর আগে রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

গ্রেফতার সেলিম মিয়া উপজেলার ধুলগাড়ী গ্রামের ইমান উদ্দিনের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গত ৮ ফেব্রুয়ারি দুপুরে বাড়ির পাশে একাই খেলছিল ৫ম শ্রেণিতে পড়ুয়া ১০ বছরের শিশুটি। এসময় প্রতিবেশী সেলিম মিয়া তাকে পার্শ্ববর্তী বাঁশ ঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করেন। এক পর্যায়ে ধর্ষণের বিষয়টি প্রকাশ করলে তাকে মেরে ফেলারও হুমকি দেন।

ভয়ে শিশুটি কাউকে কিছু না বললেও এই দিন (৮ ফেব্রুয়ারি) রাতে অসুস্থ হয়ে পড়লে বিষয়টি প্রকাশ পায়।  

পরের দিন (৯ ফেব্রুয়ারি) যুবক সেলিম মিয়ার নামে পীরগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন ভুক্তভোগীর পরিবার।

অভিযোগের পর পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে রোববার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় সেলিম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

বিষয়টি নিশ্চিত করে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকির হোসেন জানান, ৫ম শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত সেলিম মিয়াকে গ্রেফতার করা হয়েছে। আজ সোমবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ