ঢাকা, মঙ্গলবার, ১৬ বৈশাখ ১৪৩২, ২৯ এপ্রিল ২০২৫, ০১ জিলকদ ১৪৪৬

জাতীয়

নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০:৪২, ফেব্রুয়ারি ১১, ২০২৩
নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে প্রাইভেটকার, নিহত ১

বাগেরহাট: বাগেরহাটের রামপালে নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে ঢুকে পড়ে এক প্রাইভেটকার। এতে ভূষণ মন্ডল (৫২) নামে এক ব্যক্তি নিহত হন।

এসময় আহত হন আরও তিন জন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় খুলনা-মোংলা মাহসড়কের বাবুর বাড়ি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভূষণ মন্ডল রামপাল উপজেলার ভেকটমারি গ্রামের পিযুষকান্তির ছেলে।

বিষয়টি নিশ্চিত করে কাটাখালী হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল খালেক বলেন, অতিরিক্ত গতির কারণে মোংলা থেকে খুলনাগামী প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি চায়ের দোকানে ঢুকে পড়ে। এতে ভূষণ মন্ডলসহ চারজন আহত হন। আহতদের উদ্ধার করে রামপাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ভুষণ মন্ডলকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ২০৩৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।