ঢাকা, বুধবার, ১৯ অগ্রহায়ণ ১৪৩১, ০৪ ডিসেম্বর ২০২৪, ০১ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১৩ কুষ্টিয়ায় জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ আটক ১৩

কুষ্টিয়া: কুষ্টিয়া জেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য সচিব খন্দকার তসলিম নিশাতসহ ১১ জন নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।  

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে কুষ্টিয়া সদর উপজেলার জিয়ারখী ইউনিয়নের কমলাপুর বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

কুষ্টিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন খান গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।  

তিনি বলেন, জেলা ছাত্রদলের সদস্য সচিবসহ ১১ জনকে আটক করা হয়েছে। তাদেরকে কেন আর কী কারণে আটক করা হয়েছে এ ব্যাপারে বিস্তারিত পরে জানানো হবে
 
কুষ্টিয়া জেলা বিএনপির সভাপতি সৈয়দ মেহেদী আহমেদ রুমী বলেন, কোনো কারণ ছাড়াই তাদের গ্রেফতার করেছে পুলিশ। নেতাকর্মীদের গ্রেফতারের তীব্র্র নিন্দা জানান তিনি।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২৩
এসএএইচ 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।