ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

শীতজনিত রোগে ১০৫ জনের মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
শীতজনিত রোগে ১০৫ জনের মৃত্যু

ঢাকা: শীতজনিত রোগে ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে চলতি বছর ৯ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে শতাধিক মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম জানিয়েছে, সারা দেশে মোট মৃত্যু হয়েছে ১০৫ জনের।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সারাদেশে শ্বাসতন্ত্রের সংক্রমণে ৮৭৭ জন আক্রান্ত হয়েছেন এবং আরও দুজনের মৃত্যু হয়েছে। গত বছরের ১৪ নভেম্বর থেকে চলতি বছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত শ্বাসতন্ত্রের সংক্রমণে আক্রান্ত রোগীর সংখ্যা মোট ৭৮ হাজার ৩৬২ জন। একই সময়ে এ রোগে মোট ১০২ জনের মৃত্যু হয়েছে।  

পাশাপাশি গত ২৪ ঘণ্টায় সারাদেশে ডায়রিয়া রোগে আক্রান্ত রোগীর সংখ্যা দুই হাজার ২৩৩ জন। ২০২২ সালের ১৪ নভেম্বর থেকে আজ পর্যন্ত ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা মোট তিন লাখ ৯০ হাজার ৭৪৫ জন। একই সময়ে মৃত্যু হয়েছে তিন জনের।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৯, ২০২৩
আরকেআর/এমজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।