ঢাকা, বুধবার, ১৭ বৈশাখ ১৪৩২, ৩০ এপ্রিল ২০২৫, ০২ জিলকদ ১৪৪৬

জাতীয়

চার হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫:১৮, ফেব্রুয়ারি ৯, ২০২৩
চার হাজার ইয়াবাসহ গ্রেফতার ২

ঢাকা: রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানা এলাকায় অভিযান চালিয়ে চার হাজার ইয়াবাসহ দুই মাদককারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) মতিঝিল বিভাগ।

বুধবার (৮ ফেব্রুয়ারি) গোপন তথ্যের ভিত্তিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার উত্তর বেগুনবাড়ী বিএসটিআই চৌরাস্তা মোড়ে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।

গ্রেফতাররা হলেন- মো. স্বপন মীর ও আউয়াল হোসেন।

ডিবি মতিঝিল বিভাগের সহকারী কমিশনার এস এম হাসান সিদ্দিকী জানান, দুই মাদককারবারি ইয়াবা বিক্রির জন্য বিএসটিআই চৌরাস্তা মোড়ে কাভার্ড ভ্যানসহ অবস্থান করছেন, এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে এনে ঢাকায় সরবরাহ করছিলেন।

তাদের নামে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫১৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৯, ২০২৩
পিএম/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।