ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের প্রতীকী ছবি

চাঁপাইনবাবগঞ্জ: চাঁপাইনবাবগঞ্জে ফজরের নামাজ পড়তে মসজিদের যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ হারিয়েছেন মাহতাব উদ্দিন (৭২) নামে এক বৃদ্ধ।

মঙ্গলবার (০৭ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর এলাকার আমনুরা-নয়াগোলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহত মাহাতাব উদ্দিন সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের ধীনগর গ্রামের মৃত তাইনুস উদ্দিনের ছেলে।  

পুলিশ সূত্রে জানা যায়, মসজিদে ফজরের নামাজ পড়ার জন্য ভোর ৫টার দিকে বাসা থেকে বের হন মাহতাব উদ্দিন৷ এসময় রাস্তা পার হতে গেলে আমনুরা থেকে নবাবগঞ্জগামী মাছভর্তি শ্যালো ইঞ্জিন একটি ভটভটি তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হন তিনি।

ঝিলিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম লুৎফর রহমান ও সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর জাহান জানান, ভটভটি জব্দ করা হয়েছে। তবে তার আগেই পালিয়ে গেছেন চালক। পুলিশ মরদেহ উদ্ধার করে আইনগত প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করেছে।  

বাংলাদেশ সময়: ১৩২৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ৭, ২০২৩
এসআই


 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।