ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

নারী মেম্বারকে জুতাপেটার অভিযোগে চেয়ারম্যানের নামে মামলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১১ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
নারী মেম্বারকে জুতাপেটার অভিযোগে চেয়ারম্যানের নামে মামলা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিম

ময়মনসিংহ: ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার ৯ নম্বর উচাখিলা ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত নারী সদস্য (মেম্বার) রোকসানা আক্তারকে (৪০) চুলের মুঠি ধরে জুতাপেটা করার অভিযোগে ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিমের নামে মামলা করা হয়েছে।

শনিবার (৪ ফেব্রুয়ারি) রাতে সেলিম ছাড়াও অজ্ঞাতনামা আরও ১৫ জনকে আসামি করে ঈশ্বরগঞ্জ থানায় মামলাটি করেন রোকসানা।

 

রোববার (৫ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) বন্দে আলী মিয়া বাংলানিউজকে এ তথ্য জানান।  

অভিযোগ সূত্রে জানা যায়, এর আগে গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উচাখিলা ইউনিয়ন পরিষদ কার্যালয়ে প্রকল্পের কাজ ভাগাভাগি নিয়ে ইউপি সদস্য রফিকুল ইসলাম রাকিবুলকে মোবাইল ফোনে গালি দেওয়ার অভিযোগে নারী সদস্য রোকসানাকে পরিষদে ডাকেন চেয়ারম্যান আনোয়ার হোসেন খান সেলিম। সেলিম এসময় পরিষদের সব ইউপি সদস্যের সামনে রোকসানাকে ভর্ৎসনা  করে ক্ষমা চাইতে বলেন। কিন্তু এতে রাজি না হওয়ায় চেয়ারম্যান ক্ষিপ্ত হয়ে সবার সামনেই তার চুলের মুঠি ধরে পায়ের জুতা দিয়ে বেধরক মারপিট করেন।

ওসি বন্দে আলী মিয়া আরও বলেন, এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে, পরবর্তী কার্যক্রম চলছে।

বাংলাদেশ সময়: ১৭০৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২৩
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।