ঢাকা, শনিবার, ৪ মাঘ ১৪৩১, ১৮ জানুয়ারি ২০২৫, ১৭ রজব ১৪৪৬

জাতীয়

মুন্সিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক 

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
মুন্সিগঞ্জে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি আটক  আটক নাদিম

ঢাকা: মুন্সিগঞ্জের সিরাজদিখান এলাকা থেকে ৬ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি নাদিম হোসেন (২৮) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আসামি নাদিম মুন্সিগঞ্জের সিরাজদিখান থানার বালুরচর গ্রামের মৃত আলতাফ মুন্সীর ছেলে।

 

শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানার বালুরচর এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২টি মাদক মামলায় ৬ বছর ২ মাসের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নাদিমকে আটক করা হয়।  

তিনি আরও জানান, আইনের হাত থেকে বাঁচতে দেশের বিভিন্ন এলাকায় পালিয়ে ছিলেন নাদিম। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাদেশ সময়:১৯০৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।