ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ৩, ২০২৩
মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারী নিহত

ফেনী: পূর্বাঞ্চল রেলওয়ের চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তবে এখনও তার পরিচয় পাওয়া যায়নি।

শুক্রবার (০৩ ফেব্রুয়ারি) সকাল ১০টার দিকে উপজেলার বারইয়ারহাট পৌরসভার কাঠ মার্কেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জিআরপি (রেলওয়ে পুলিশ) সীতাকুন্ড ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. খোরশেদ আলম বলেন, আজ সকাল ১০টার দিকে বারইয়ারহাট এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারীর মৃত্যুর খবর শুনেছি। বিস্তারিত পরে বলতে পারবো।

চিনকী আস্তানা রেল ষ্টেশনের ষ্টেশন মাষ্টার মো. সিরাজুল ইসলাম জানান, স্থানীয় লোকজন শুক্রবার সকালে ট্রেনে কাটা পড়ে নিহত হওয়ার খবর দেন। এরপর আমি জিআরপি পুলিশকে বিষয়টি জানাই। তারা ঘটনাস্থলে যাচ্ছে।

বাংলাদেশ সময়: ১৩৪৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৩, ২০২৩
এসএইচডি/এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।