ঢাকা, সোমবার, ২৮ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

মাগুরায় ৫ কেজি রূপা-মাদকসহ আটক ৬

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ২, ২০২৩
মাগুরায় ৫ কেজি রূপা-মাদকসহ আটক ৬

মাগুরা: ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াবদা বাজার এলাকা থেকে ৫ কেজি রূপা ও মাদকসহ ছয়জনকে আটক করেছে শ্রীপুর থানা পুলিশ।

বৃহস্পতিবার (০২ ফেব্রুয়ারি) বিকেলে মহাসড়কের পাশে সেনচুরি ট্রেডার্সের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- মো. হাব্বি খান (৩৫), মো. জুয়েল রানা (৩৫), মো. নাজমুল খন্দকার (২৫), তোফান সাহা (৩৮), মো. রুবেল (২৬) ও মো. আব্দুল কাদের মোল্ল্যা (৩৫)।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাব্বারুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়নের ঢাকা-খুলনা মহাসড়কের ওয়াবদা বাজার এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ৫ কেজি রূপা ও মাদকসহ ছয়জনকে আটক করা হয়েছে।

তিনি আরও বলেন, চুয়াডাঙ্গা জেলা থেকে মাদক ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে রূপা ও মাদক নিয়ে ঢাকার উদ্দেশে যাওয়ার পথে পুলিশের হাতে আটক হয়।
এ ঘটনায় তাদের নামে মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে।

বাংলাদেশ সময়: ২২৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০২, ২০২৩
এফআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।