ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

যাত্রাবাড়ীতে ২ ছিনতাইকারী আটক

স্টাফ করেসপন্ডেন্ট  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১, ২০২৩
যাত্রাবাড়ীতে ২ ছিনতাইকারী আটক আটক ২ ছিনতাইকারী

ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ২ ছিনতাইকারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১০)।

আটক ছিনতাইকারীরা হলেন- মো. ফরিদুল ইসলাম জয় (২৩) ও মো. সোহাগ (২৪)।

অভিযানে তাদের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত ২টি চাকু ও ১ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।

বুধবার (০১ ফেব্রুয়ারি) বিকালে র‌্যাব-১০ এর অধিনায়ক (সিও) অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ ফরিদ উদ্দিন বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।  

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৩১ জানুয়ারি) রাজধানীর ঢাকার যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় একটি অভিযান পরিচালনা করে ২ ছিনতাইকারীকে আটক করা হয়।  
    
তিনি জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা আটকরা জানান, তারা বেশ কিছুদিন ধরেই যাত্রাবাড়ীসহ আশপাশের বিভিন্ন এলাকায় পথচারীদের চাকুর ভয় দেখিয়ে টাকা ও মোবাইলসহ বিভিন্ন মূল্যবান সম্পদ ছিনতাই করে আসছিল।  

এছাড়া আটক ফরিদুল ইসলাম জয়ের বিরুদ্ধে শ্যামপুর থানায় একটি ছিনতাই মামলা এবং মো. সোহাগের বিরুদ্ধে যাত্রাবাড়ী ও শ্যামপুর থানায় ১টি ছিনতাই ও ১টি চুরির মামলা রয়েছে।

আটকদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৭৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ০১, ২০২৩
এসজেএ/জেএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।