ঢাকা, রবিবার, ৪ মাঘ ১৪৩১, ১৯ জানুয়ারি ২০২৫, ১৮ রজব ১৪৪৬

জাতীয়

দুর্গাপুরে হাজংমাতা রাশি মণির প্রয়াণ দিবস পালিত

ডিষ্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৪ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
দুর্গাপুরে হাজংমাতা রাশি মণির প্রয়াণ দিবস পালিত

নেত্রকোনা: বৃটিশ বিরোধী আন্দোলন তথা টংক আন্দোলনের মহিয়সী নারী শহীদ হাজংমাতা রাশি মণির ৭৭তম প্রয়াণ দিবস পালিত হয়েছে।  

ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কালচারাল একাডেমির আয়োজনে দুই দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান মালার মাধ্যমে এ দিবস পালিত হয়।

 

এ উপলক্ষে মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিনব্যাপি সীমান্তবর্তী বহেরাতলী গ্রামে হাজংমাতা রাশিমণি স্মৃতিসৌধ প্রাঙ্গনে সমাপনী দিনে কবিতাপাঠ, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের  আয়োজন করা হয়।  

মালামাথার আরেং ও দোলন হাজংয়ের সঞ্চালনায় ও একাডেমির পরিচালক গীতিকার সুজন হাজংয়ের সভাপতিত্বে বক্তব্য দেন, ইউএনও মোহাম্মদ রাজীব-উল-আহসান, সাবেক মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মো. সোহরাব হোসেন তালুকদার, বীর মুক্তিযোদ্ধা আব্দুল হক, ওসি শিবিরুল ইসলাম, রেভারেন্ট ফাদার ফিদেলিশ নেংমিনজা, সিপিবি উপজেলা সভাপতি আলকাছ উদ্দীন মীর, আদিবাসী লেখক ও গবেষক শরদিন্দু সরকার (স্বপন হাজং), হাজং নেতা বিপুল হাজং, পল্টন হাজং প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।