ঢাকা, সোমবার, ৮ পৌষ ১৪৩১, ২৩ ডিসেম্বর ২০২৪, ২০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

চুয়াডাঙ্গায় রং মেশানো শিশুখাদ্য বিক্রি করায় জরিমানা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৬ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
চুয়াডাঙ্গায় রং মেশানো শিশুখাদ্য বিক্রি করায় জরিমানা

চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গার জীবননগরের মুক্তিযোদ্ধা মার্কেটে অভিযান চালিয়ে রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রির অভিযোগে মেসার্স মিজান স্টোরকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে।  

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দুপুর ২টার দিকে অভিযান পরিচালানা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, চুয়াডাঙ্গা।

 

চুয়াডাঙ্গা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, মঙ্গলবার দুপুরে জীবননগরের মুক্তিযোদ্ধা মার্কেটে মেসার্স মিজান স্টোরকে এর আগে সতর্ক করা স্বত্তেও শিশু স্বাস্থের জন্য মারাত্মক হুমকি স্বরুপ, অনুমোদনহীন, মেয়াদ মূল্যবিহীন ও ক্ষতিকর রং মেশানো নিম্নমানের শিশুখাদ্য বিক্রয়ের অপরাধে মালিক মিজানুর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন- ২০০৯ এর ৩৭, ৪১ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সঙ্গে ভবিষ্যতে আর এ ধরণের অপকর্ম করবেনা মর্মে মুচলেকা নেওয়া হয়। এ সময় প্রায় ৮-১০ বস্তা নিম্নমানের নকল ভেজাল শিশুখাদ্য জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়। এবং সবাইকে সতর্ক করে দেওয়া হয়।  

বাংলাদেশ সময়: ১৭১৫ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এসএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।