ঢাকা, মঙ্গলবার, ১৮ অগ্রহায়ণ ১৪৩১, ০৩ ডিসেম্বর ২০২৪, ০০ জমাদিউস সানি ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, আহত ৭

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩১ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
সিদ্ধিরগঞ্জে তেলের ডিপোতে অগ্নিকাণ্ড, আহত ৭

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি তেলের ডিপোতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুন নিভাতে গিয়ে ৭ জন আহত হয়েছেন।

 

মঙ্গলবার (৩১ জানুয়ারি) সকাল ৯টায় সিদ্ধিরগঞ্জে গোদনাইল পদ্মা অয়েল কোম্পানির ডিপোর একটি পাম্প মেশিন রুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।  

আহতরা হলেন- ডিপোর ইনচার্জ শাজাহান কবির (৫০), ডিপোর মিস্ত্রি শফি (৬০, সিরাজ মিস্ত্রী, মহিউদ্দিন মিস্ত্রি (৬০), মোজাম্মেল হক (৫৫), গোলাপ হোসেন (৩৫) ও নাজমুল হক (৩০)।

আদমজী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা জানান, সকাল ৯টা ৫ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে আদমজী ইপিজেড ও নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। এ সময় পদ্মা অয়েল ডিপোর কর্মকর্তা-কর্মচারীসহ কয়েকজন আহত হন।

পদ্মা অয়েল ডিপো কোম্পানির ইনচার্জ শাহজাহান কবিরের সঙ্গে কথা বলতে চাইলে, এ বিষয়ে তিনি কোনো বক্তব্য দিতে রাজি হননি।  

তবে সিদ্ধিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, পদ্মা অয়েল ডিপোর পাম্প মেশিন আউটপুট লাইনের বিদ্যুতের সুইচ বোর্ডে শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বর্তমান আগুন নেভানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৬২২ ঘণ্টা, জানুয়ারি ৩১, ২০২৩
এমআরপি/এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

জাতীয় এর সর্বশেষ