ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

টেকনাফে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ আটক ২

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৪২ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
টেকনাফে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ আটক ২

কক্সবাজার: কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে সাড়ে ১৭ কেজি গাঁজাসহ দুই মাদকবিক্রেতাকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
 
সোমবার (৩০ জানুয়ারি) দুপুরে র‌্যাবের পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

এর আগে রোববার (২৯ জানুয়ারি) রাতে এ অভিযান চালানো হয়েছে বলে জানিয়েছেন র‌্যাবের সিনিয়র সহকারী পরিচালক ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

আটকরা হলেন- তোফায়েল আহমেদ ওরফে রুবেল ও জিয়াবুল।  

আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে টেকনাফের মহেশখালীয়া পাড়ার জিরো পয়েন্টে ভাই ভাই স্টোরের পাশে অভিযান চালানো হয়। এ সময় দুই মাদকবিক্রেতাকে আটক করে তল্লাশি চালিয়ে ১৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।  

তাদের নামে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৫৩৬ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এসবি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।