ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

জাতীয়

সাবেক এমপি শামসুলের প্রথম জানাজা বিকেল ৩টায়

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
সাবেক এমপি শামসুলের প্রথম জানাজা বিকেল ৩টায়

নওগাঁ: নওগাঁ-৪ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) শামসুল আলম প্রামাণিকের প্রথম জানাজা সোমবার (৩০ জানুয়ারি) বিকেল ৩টায় নিজ নির্বাচনী এলাকার মান্দার প্রসাদপুর কামারকুড়ি উচ্চ বিদ্যালয়ের কাছে অনুষ্ঠিত হবে।

শামসুল আলম প্রামাণিকের পরিবার সূত্রে এ তথ্য জানা যায়।

আজ বিকেল ৩টায় ওই বিদ্যালয়ের কাছে তার প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে নিজ বাসভবন দেলুয়াবাড়ীতে বিকেল সাড়ে ৪টায় শেষ জানাজা অনুষ্ঠিত হওয়ার পরে সেখানে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।

এর আগে ভোরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।

শামসুল আলম প্রামাণিক ১৯৯৬ সালের পর থেকে বিএনপির হয়ে বিভিন্ন সময় তিনবার সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সবশেষ বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্যও ছিলেন ওই বিএনপি নেতা। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জেলা বিএনপি নেতাকর্মীরা।

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, জানুয়ারি ৩০, ২০২৩
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।