ঢাকা, মঙ্গলবার, ৭ মাঘ ১৪৩১, ২১ জানুয়ারি ২০২৫, ২০ রজব ১৪৪৬

জাতীয়

মিলের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৩৭ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
মিলের পাশে মিলল যুবকের গলাকাটা মরদেহ

নেত্রকোনা: নেত্রকোনায় শাফায়ত হোসেন নামে এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (২৯ জানুয়ারি) সকালে শহরের রাজুরবাজার এলাকায় ময়লাকান্দা নামক স্থানে একটি মিলের পাশ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

নিহত শাফায়ত হোসেন পৗর শহরের বালুয়াখালী গ্রামের ওমর আলীর ছেলে।

পুলিশ জানায়, রোববার (২৯ জানুয়ারি) ভোরে স্থানীয়রা ময়লাকান্দা এলাকায় একটি মিলের পাশে এক যুবকের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবকের মরদেহ উদ্ধার করে সুরতহাল রিপোর্ট তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নেত্রকোনা সদর হাসপতালের মর্গে পাঠিয়ে দেয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ ফখরুজ্জামান জুয়েল ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, ঘটনার রহস্য উদঘাটনসহ আসামিদের গ্রেফতারে চেষ্টা চালাচ্ছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১৪২৩ ঘণ্টা, জানুয়ারি ২৯, ২০২৩
এনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।